জনপ্রিয় চিত্রনায়িকা পপি এখন একাধিক চলচ্চিত্রে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি
মনির হোসেন জীবনের ‘মোনালিসা’ নামক একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন
তিনি। বাংলাদেশ ও ইতালির যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রের মূল চরিত্রে
পপি ও নিলয় অভিনয় করবেন। কম বাজেটের ছবি হলেও ছবিটি নিয়ে পপি বেশ আশাবাদী।
এই ছবিটি ছাড়াও পপি জায়েদ খানের সঙ্গে একটি চলচ্চিত্রে কাজ করছেন। আগামী
মাস থেকেই ‘মোনালিসা’ চলচ্চিত্রের শুটিং শুরু হবে। পপি বলেন, ‘লিওনার্দো
দ্য ভিঞ্চির মোনালিসাকে রূপক অর্থ ভেবেই এই ছবিটি নির্মাণ করছেন পরিচালক।
আর এটি ওই পরিচালকের প্রথম চলচ্চিত্র। গল্পটি বেশ গোছানো। দুইটি ছবি ছাড়া
মাঝে মাঝে কিছু নাটক ও টেলিফিল্মে কাজ করে থাকি। আমাদের চলচ্চিত্র এখন
আবারও উর্ধ্বমুখী হচ্ছে। এ সময়টাতে অনেক তরুণ নির্মাতাই এগিয়ে আসছেন। আবার
তরুণরাই সব থেকে বেশি ভালো করছেন। তাই তরুণদের সঙ্গে কাজ করতে আমি আগ্রহীও
বটে। আগামী কয়েক বছরের মধ্যে আমাদের দেশে অনেক ভালো ছবি মুক্তি পেতে
যাচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে আমিও কাজ করে যাচ্ছি নিয়মিত।’
9/30/12
9/27/12
ববি এবার 'পিকনিক' করছেন
এবার
'পিকনিক' ছবিতে অভিনয় করছেন ববি। বড় পর্দার ক্যারিয়ারে ববির প্রথম ছবি ইফতেখার
চৌধুরীর 'খোঁজ : দ্য সার্চ'। ২০১০ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। এরপর দুই বছর বিরতি
দিয়ে তিনি একই পরিচালকের 'দেহরক্ষী' ছবিতে চুক্তিবদ্ধ হন। সম্প্রতি ছবিটির শুটিং
শেষ হয়েছে। শিগগিরই ডাবিংও শুরু হবে। তবে তৃতীয় ছবির জন্য কোনো বিরতি নেননি ববি।
এরই মধ্যে চূড়ান্ত করেছেন ইফতেখারের পরবর্তী ছবিতে অভিনয়ের ব্যাপারটি। ববি বলেন,
'আমি প্রচলিত ধ্যান-ধারণার ছবিতে কাজ করতে চাই না। সময়োপযোগী, প্রযুক্তিনির্ভর
ছবিতে কাজ করতেই আগ্রহী। তাই ইফতেখারের ছবিতে কাজ করে আনন্দ পাচ্ছি। আমার আগের
দুটি ছবির মতো তৃতীয় ছবিটিতেও আধুনিক গল্প ও প্রযুক্তির সনি্নবেশ ঘটবে।' ইফতেখার
বলেন, 'পিকনিক ছবিটির প্রেক্ষাপট আগে থেকেই আমার মাথায় ছিল। বলা যায়, এটি আমার
স্বপ্নের ছবি হবে। আর তাই নিজের কাছে কাজটি চ্যালেঞ্জ মনে হচ্ছে। ববির বিপরীতে কে
অভিনয় করছেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিইনি। তবে এ বছরই ছবিটি শুরু করব সেটা
নিশ্চিত।'
Labels:
Boby,
New Heroine,
Picnic,
Upcoming Film
9/12/11
শেষ হলো লালটিপ ছবির শুটিং
বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনার ছবি 'লালটিপ'-এর পোস্ট প্রডাকশনের কাজ চলছে। পোস্ট প্রোডাকশনের ডক্টরিংয়ের দায়িত্ব পালন করছেন বলিউডে অসংখ্য জনপ্রিয় ছবির সম্পাদক রবি রঞ্জন মিত্র। ঈদের দিনেও 'লালটিপ' ছবিটির সম্পাদনার কাজ করেছেন পরিচালক স্বপন আহমেদ। এ প্রসঙ্গে পরিচালক স্বপন আহমেদ বলেন, 'লালটিপ' ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ আমাদের অনুপ্রাণিত করেছে। আমরাও ছবিটিকে আন্তর্জাতিকমানের করে তৈরি করার চেষ্টা করে যাচ্ছি। এর আগে ছবিটির রাফ কাট হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের নিজস্ব স্টুডিওতে। যুক্তরাষ্ট্র থেকে আসা একটি সম্পাদনা দল এই কাজটি করেছেন। এখন ভারতে ছবিটির চূড়ান্ত পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। এই পোস্ট প্রোডাকশনের ডক্টরিং করছেন রবি রঞ্জন মিত্র।
স্বপন আহমেদ জানান, পোস্ট প্রডাশনের কাজে রবি রঞ্জন মিত্র বলিউডের একজন স্বনামধন্য এক্সপার্ট। তিনি এর আগে রাজকুমার হিরনী, প্রদীপ সরকার, সঞ্জয় লীলা বানসালি, অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ প্রমুখের ছবির কাজ করেছেন। তার উল্লেখ্যযোগ্য কাজগুলো হলো 'মুন্না ভাই এমবিবিএস', 'লাগি রহ মুন্না ভাই', 'পরিণীতা', 'নষ্ট মেয়ের উপাখ্যান', 'সেদিন দেখা হয়েছিল', 'জোশ', 'দ্যা জানানিজ ওয়াইফ', 'বলো না তুমি আমার', 'মন্দ মেয়ের উপাখ্যান', 'সাত পাকে বাঁধা' প্রভৃতি। তিনি ভ্যানিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পুরস্কৃত হয়েছেন। এই খ্যাতিমান সম্পাদকের সঙ্গে স্বপন আহমেদ এবারের ঈদের দিনটিতেও কাজ করেছেন বলে জানালেন।
পরিচালক স্বপন আহমেদ বলেন, 'লালটিপ' ছবির সম্পাদনার কাজ শেষে ডিআই এবং প্রিন্টের কাজও হবে মুম্বাইতে। সব মিলিয়ে বেশ দ্রুতগতিতে ছবিটির শেষপর্যায়ের কাজ এগিয়ে চলছে। সব ঠিকঠাক থাকলে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্মের ও ফ্রান্সের বনানী ফিল্মের যৌথ প্রযোজনার ছবিটি এ বছরের শেষে দর্শকরা হলে উপভোগ করতে পারবেন। একসঙ্গে ২৫টি দেশে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।
এ ছবির কাহিনী গড়ে উঠেছে দুই প্রবাসী বাঙালিকে ঘিরে। এর একজন প্রবাসী নারী এবং অন্যজন বাংলাদেশের ছেলে, যিনি চাকরি সূত্রে ফ্রান্সে যান। ছবিটির মধ্য দিয়ে পরিচালক প্রবাসী বাঙালি কমিউনিটির একটি মেয়ের দ্বৈতসত্তাকে সামনে আনতে চেয়েছেন। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের ইমন ও কুসুম সিকদার। ফ্রান্সের অভিনয় শিল্পীদের মধ্যে রয়েছেন এ সময়ের ফ্রেঞ্চ তরুণ অভিনেতা ড্যানিয়েল ক্রেমার, দুইবার সেজার অ্যাওয়ার্ড পাওয়া অভিনেতা জেরার্ড দোপার্দো, হলিউডের দঙ্গে অ্যান্ড দ্য সিটি-২দ-এর অভিনেত্রী দেবোরাহ নিউম্যান, নাতালি ফ্রান্সেস্কি, লিয়ানা প্রমুখ। ইমন-কুসুম ছাড়াও বাংলাদেশ থেকে ছবিটিতে আরও অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, সোহেল খান, শহীদুল আলম সাচ্চু, মিশু, কোনালসহ অনেকেই।
স্বপন আহমেদ জানান, পোস্ট প্রডাশনের কাজে রবি রঞ্জন মিত্র বলিউডের একজন স্বনামধন্য এক্সপার্ট। তিনি এর আগে রাজকুমার হিরনী, প্রদীপ সরকার, সঞ্জয় লীলা বানসালি, অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ প্রমুখের ছবির কাজ করেছেন। তার উল্লেখ্যযোগ্য কাজগুলো হলো 'মুন্না ভাই এমবিবিএস', 'লাগি রহ মুন্না ভাই', 'পরিণীতা', 'নষ্ট মেয়ের উপাখ্যান', 'সেদিন দেখা হয়েছিল', 'জোশ', 'দ্যা জানানিজ ওয়াইফ', 'বলো না তুমি আমার', 'মন্দ মেয়ের উপাখ্যান', 'সাত পাকে বাঁধা' প্রভৃতি। তিনি ভ্যানিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পুরস্কৃত হয়েছেন। এই খ্যাতিমান সম্পাদকের সঙ্গে স্বপন আহমেদ এবারের ঈদের দিনটিতেও কাজ করেছেন বলে জানালেন।
পরিচালক স্বপন আহমেদ বলেন, 'লালটিপ' ছবির সম্পাদনার কাজ শেষে ডিআই এবং প্রিন্টের কাজও হবে মুম্বাইতে। সব মিলিয়ে বেশ দ্রুতগতিতে ছবিটির শেষপর্যায়ের কাজ এগিয়ে চলছে। সব ঠিকঠাক থাকলে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্মের ও ফ্রান্সের বনানী ফিল্মের যৌথ প্রযোজনার ছবিটি এ বছরের শেষে দর্শকরা হলে উপভোগ করতে পারবেন। একসঙ্গে ২৫টি দেশে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।
এ ছবির কাহিনী গড়ে উঠেছে দুই প্রবাসী বাঙালিকে ঘিরে। এর একজন প্রবাসী নারী এবং অন্যজন বাংলাদেশের ছেলে, যিনি চাকরি সূত্রে ফ্রান্সে যান। ছবিটির মধ্য দিয়ে পরিচালক প্রবাসী বাঙালি কমিউনিটির একটি মেয়ের দ্বৈতসত্তাকে সামনে আনতে চেয়েছেন। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের ইমন ও কুসুম সিকদার। ফ্রান্সের অভিনয় শিল্পীদের মধ্যে রয়েছেন এ সময়ের ফ্রেঞ্চ তরুণ অভিনেতা ড্যানিয়েল ক্রেমার, দুইবার সেজার অ্যাওয়ার্ড পাওয়া অভিনেতা জেরার্ড দোপার্দো, হলিউডের দঙ্গে অ্যান্ড দ্য সিটি-২দ-এর অভিনেত্রী দেবোরাহ নিউম্যান, নাতালি ফ্রান্সেস্কি, লিয়ানা প্রমুখ। ইমন-কুসুম ছাড়াও বাংলাদেশ থেকে ছবিটিতে আরও অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, সোহেল খান, শহীদুল আলম সাচ্চু, মিশু, কোনালসহ অনেকেই।
Labels:
Emon,
Kushum Sikdar,
Lal Tip,
Upcoming Movies
Subscribe to:
Posts (Atom)