গল্পনির্ভর সামাজিক অ্যাকশনধর্মী ছবির সফল জুটি শাবনূর-শাকিব খান অভিনীত আপাতত শেষ ছবি 'স্বামী-স্ত্রীর ওয়াদা'। পিএ কাজল পরিচালিত এই ছবিটি আগামী ১০ই জুলাই মুক্তি পাবে। এই ছবি মুক্তির পর নতুন কোন ছবির কাজ শুরু না হওয়া পর্যন্ত শাবনূর-শাকিব জুটির আর কোন ছবি দেখার সৌভাগ্য দর্শকদের হবে না। কারণ তাদের অভিনীত নির্মাণাধীন কোন ছবি নেই। তাইতো 'স্বামী স্ত্রীর ওয়াদা' ছবির প্রতি প্রদর্শকদের ব্যাপক আগ্রহ। ছবির প্রযোজনা সংস্থা লিবার্টি কথাচিত্র বেশ সুবিধাজনক স্থানে থেকে ছবিটি মুক্তি দেবার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে। শাকিব-শাবনূরের সঙ্গে এই ছবির বাড়তি চমক হালের আলোড়ন রুমানা। তাদের সঙ্গে রয়েছেন সুচরিতা, সুজাতা, কাবিলা, নাসরিন, ডন ও ওমরসানি। জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ-এর সংগীত পরিচালনা, স্বকণ্ঠে জনপ্রিয় গান, আর পুরো ছবির মূলে বড় সফল ছবি 'আমার প্রাণের স্বামী' ও ১ টাকার বউ'-এর পরিচালক পিএ কাজল। সবচেয়ে বড় কথা, ব্যবসার হিসেবে অন্য নায়িকাদের তুলনায় শাকিব খান বেশি সফল শাবনূরের সঙ্গে। 'কঠিন প্রেম', 'ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া', 'আমার প্রাণের স্বামী', ১ টাকার বউ', 'তোমাকে বউ বানাবো' এবং 'বলবো কথা বাসর ঘরে'র রেকর্ড সাফল্য শাবনূর-শাকিব জুটিকে সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য করে তুলেছে। কিন্তু ব্যক্তিগত রেষারেষির কারণে দু'জনেই একসঙ্গে অভিনয় করা থেকে বিরত রয়েছেন। ফলে তৈরি হয়েছে শূন্যতা। চলতি বছর শাকিব খানের যে কয়টি ছবি মুক্তি পেয়েছে তাতে ব্যবসা বলতে যা বোঝায় তা করেছে শাবনূরের সঙ্গে 'বলবো কথা বাসর ঘরে'। অন্য সবক'টি একদিন পরেই মুখ থুবড়ে পড়ে গেছে। ফলে প্রদর্শকদের পছন্দের শীর্ষে থাকা সত্ত্বেও ছবি না থাকায় শাবনূর-শাকিব দু'জনেই হতাশার জন্ম দিচ্ছেন। বিশেষ করে সবাই শাকিবকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন ব্যবসার কথা চিন্তা করে। একদিনের নায়ক হিসেবে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করা শাকিব খান শাবনূর ছাড়া ব্যবসায়ীদের মন জয় করতে পারছেন না। আর এসব কারণে তাদের জুটির শেষ ছবি 'স্বামী-স্ত্রীর ওয়াদা' মুক্তির আগেই আলোচিত হয়ে উঠেছে।
6/11/09
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment