6/7/10

বাদ পড়লেন তমা মির্জা

ছবি মুক্তির আগেই পরপর তিনটি ছবি থেকে বাদ পড়লেন চলচ্চিত্রের নতুন মুখ তমা মির্জা। এগুলো হচ্ছে গাজী মাহবুব পরিচালিত রাজা সূর্য খাঁ, মনির হোসেন মিঠু পরিচালিত জীবন নদীর তীরে এবং জি সরকার পরিচালিত একটি ছবিতে। তমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি নিজেকে শাবনূর মনে করছেন, পাশাপাশি মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করছেন। আর মোটা অঙ্কের পারিশ্রমিক ব্যাপারটা নাকি তার মায়ের জন্য ঘটছে। এ ধরনের কথা প্রসঙ্গে তমার কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিযোগিতার এ যুগে আমি চাই নিজেকে অন্যরকমভাবে গড়ে তুলতে। এ কারণে ছবির স্ক্রিপ্ট দেখে তবেই অভিনয় করি। আর আমার যদি যোগ্যতা থাকে তবে আমার যোগ্য পরিশ্রম তারা দিবে। তবে আমি মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করছি এ কথা ভুল। প্রথম অবস্থাতেই আমি সময় নিয়ে কোন ঝামেলায় না পড়ি সে চেষ্টা করেছি, জীবন নদীর তীরে ছবিটি ১ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু পরিচালক ১০ তারিখ থেকে শুটিং শুরু করেছে। অথচ তখন আমি খোরশেদ আলমের তোমার মাঝে আমি ছবিতে অভিনয় করছিলাম। আমার এ ধরনের কোন সমস্যা থাকলে তো কোন ছবিতে অভিনয় করতে পারতাম না। অথচ এমবি মানিকের তোমাকে ছাড়া বাঁচবো না, বদিউল আলম খোকনের একবার বলো ভালবাসি ছবিতে অভিনয় করছি। তাই নতুন হিসেবে আমার একটাই চাওয়া, যারা নতুন আসে তাদের সহযোগিতা করুণ, তাদের খারাপটা ধরিয়ে দিন আর ভাল কাজের প্রশংসা করুণ। না হলে কখনওই নতুনরা উঠে আসতে পারবে না।

জীবন নদীর তীরে ছবির পরিচালক মনির হোসেন মিঠু বলেন, তমা নিজে থেকেই ছবিটিতে অভিনয় করবেন না বলে জানিয়েছেন। আর একজন শিল্পী পারিশ্রমিক দাবি করতেই পারে, এ বিষয়টা নিয়ে কখনওই সমস্যা হওয়ার কথা নয়। কারণ তার চাওয়ার সঙ্গে আমার দেয়ার হিসেব মিললে তবেই তো একজন শিল্পী অভিনয় করবেন।

No comments:

Post a Comment