8/24/09

অভিযোগকারী প্রযোজকের সঙ্গে রেসীর সমঝোতা

চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসীর সঙ্গে সমঝোতা হয়ে গেছে তার বিরুদ্ধে অভিযোগকারী প্রযোজক একরামুল হক ভূঁইয়ার। বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির মধ্যস্থতায় এই সমঝোতা হয়। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত 'বাপ বড় না শ্বশুর বড়' ছবির সিডিউল সংক্রান্ত বিষয় নিয়ে ছবির প্রযোজক একরামুল হক ভূঁইয়ার সঙ্গে রেসীর বিরোধ বাঁধলে, প্রযোজক একরাম প্রযোজক পরিবেশক সমিতিতে অভিযোগ করলে সমিতির নেতৃবৃন্দ বৃহস্পতিবার উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টির সম্মানজনক সুরাহার উদ্যোগ নেন। রেসী সভায় উপস্থিত হলে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান। তিনি ছবির জন্য লিখিত সিডিউল দিতে অঙ্গীকার করলে সমিতির নেতৃবৃন্দ তা মেনে নেয়ার জন্য অনুরোধ করলে প্রযোজক একরাম তা মেনে নেন। ফলে নায়িকা ও প্রযোজকের মধ্যে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটে। তবে রেসীর মুখপাত্র বলে পরিচিত নবীন হোসেনের বিষয়ে রোববার আলোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়। নবীন হোসেন একেবারেই অযাচিতভাবে রেসীর পক্ষ নিয়ে প্রযোজক একরামকে মারধর করার হুমকি দিলে প্রযোজক একরাম প্রথমে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং পরে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে অভিযোগ করেন। প্রযোজক একরামকে নবীন হোসেনের হুমকি প্রদানের বিষয়টি রেসী জানেন না বলে দাবি করেন। অশ্লীল ছবির নির্মাতাদের বিভিন্ন প্রকারে ভয়ভীতি প্রদান করে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগে অভিযুক্ত, চলচ্চিত্র শিল্পী সমিতির জুনিয়র সদস্য (এক্সট্রা) নবীন হোসেন কোন ক্ষমতা বলে একজন প্রযোজককে হুমকি দেন এ বিষয়টি নিয়ে সমিতিতে উত্তপ্ত আলোচনা হয় বলে জানা গেছে। রোববার তাকে সমিতিতে তলব করার সিদ্ধান্ত নেয়া হয়। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি কঠোর সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

No comments:

Post a Comment